২০১৪ সাল যুক্তরাষ্ট্রের অর্থনীতির যুগান্তকারী বছর : ওবামা
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির উদ্ধৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, ২০১৪ সাল হবে দেশের অর্থনীতির জন্য যুগান্তকারী বছর।
হোয়াইট হাউসে শুক্রবার বছরের শেষ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
২০১১ সালের শেষ দিকের পর থেকে মার্কিন অর্থনীতির ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বেড়েছে চার দশমিক এক শতাংশ।
ওবামা এই ক্রমবর্ধমান অর্থনীতির প্রতি আলোকপাত করেই আগামী বছর আরো প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আগামী বছর যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ২১, ২০১৩)