ফ্রান্সে নির্মিত হচ্ছে ‘পরবাসিনী’
দ্য রিপোর্ট প্রতিবেদক : মাঝে বিরতির পর আবারও শুরু হয়েছে স্বপন আহমেদ পরিচালিত কল্পবিজ্ঞানধর্মী চলচ্চিত্র ‘পরবাসিনী’র নির্মাণ কাজ। মুক্তির আগেই দেশের চলচ্চিত্র অঙ্গনে আলোচনার জন্ম দেওয়া এ ছবিটি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা স্বপন আহমেদ। ছবিটির থ্রিডি অ্যানিমেশনের কাজ নিয়ে ফ্রান্সে আছেন তিনি। এরই মধ্যে প্রায় আটটি দেশের বিভিন্ন লোকেশনে ৫১ দিন শুটিং হয়েছে।
ফ্রান্স থেকে নির্মাণ ব্যস্ততার মাঝেই দ্য রিপোর্টের সঙ্গে কথা বলেছেন ছবিটির পরিচালক স্বপন আহেমদ। ছবিটিতে অংশ নিয়েছেন ফ্রান্স, সুইজারল্যান্ডসহ আট দেশের অভিনয়শিল্পী।
দ্য রিপোর্টকে স্বপন আহমেদ বলেন, ‘আমাদের দেশে সিনেমা নির্মাণে প্রযোজকরা বেশি টাকা খরচ করতে চান না। কারণ বাংলাদেশের চলচ্চিত্রের বাজার খুবই ছোট। ‘পরবাসিনী’ নির্মাণের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করছি। আমরা ছবিটিকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে চাই।’
নতুন বছরের শুরুতেই ছবিটির নির্মাণকাজ শেষ করতে চান পরিচালক। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করছি জানুয়ারি মাসেই ছবিটির নির্মাণকাজ শেষ করে দেশে ফিরতে পারব। এখন থ্রিডি অ্যানিমেশনের কাজ চলছে।’
ছবির কাহিনীতে দেখা যাবে, তেজস্ক্রিয়তায় পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। মানুষের বসতির জন্য একটি নিরাপদ গ্রহ খুঁজে বের করতে হন্যে হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। এতে সাফল্য পায় বাংলাদেশ। এদেশের নভোচারীরা আবিষ্কার করে, মানব বসতির জন্য আদর্শ গ্রহ ‘এরিস-৩২’। মানুষের এই পরিকল্পনা জানতে পারে এলিয়েনরা। তারা মানুষের মহাকাশ প্রযুক্তি ধ্বংস করার মিশন নিয়ে পৃথিবীতে আসে। এ মিশনে নেতৃত্ব দেয় মেহেজ নামের এক মেধাবী এলিয়েন। মানুষের স্যাটেলাইট প্রযুক্তি ধ্বংস করার খুব কাছাকাছি পৌঁছে মেহেজ প্রেমে পড়ে যায় পৃথিবীর এক তরুণের। এভাবেই এগিয়ে যায় গল্প...।
ছবিটিতে অভিনয় করছেন, ইমন, নিরব, মেহজাবিনসহ অনেকে। প্রসঙ্গত গত জুলাই মাসে ‘পরবাসিনী’ চলচ্চিত্রের অফিসিয়াল ট্রেইলার ইউটিউবে প্রকাশ পাওয়ার পর দারুণ সাড়া মেলে। মাঝখানে দীর্ঘ সময় ছবিটির নির্মাণকাজ স্থগিত ছিল। শ্রীমঙ্গলের পাহাড়ি এলাকাসহ নানা জায়গায় ছবিটির শুটিং হয়েছে।
(দ্য রিপোর্ট/আইএফ/শাহ/এইচএসএম/ডিসেম্বর ২১, ২০১৩)