জাপানের নতুন সামরিক কৌশলের নিন্দা চীনের
দ্য রিপোর্ট ডেস্ক : জাপানের নতুন ঘোষিত জাতীয় নিরাপত্তা কৌশলের নিন্দা জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন ইয়ানশেং এক বিবৃতিতে জানান, জাপানের এই পদক্ষেপ আঞ্চলিক অস্থিরতা বাড়াবে। খবর বিবিসির।
চীন এ ধরনের পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে বলেও জানান তিনি।
পূর্ব চীন সাগরে জাপান ও চীন উভয়ের দাবি করা দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক রয়েছে।
জেন ইয়ানশেং অভিযোগ করেন, টোকিও জাতীয় নিরাপত্তাকে সামরিক কৌশল বৃদ্ধির অজুহাত হিসেবে নিয়েছে।
বিবৃতিতে তিনি আরো বলেন, জাপানের এই নিরাপত্তা কৌশল প্রতিবেশী দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
কিছুদিন আগে জাপান ড্রোন ও উভচর যানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম নেওয়ার ঘোষণা দেয়।
চীন নতুন আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল ঘোষণা দেওয়ার কয়েক দিন পর জাতীয় নিরাপত্তা কৌশলের ঘোষণা দেয় জাপান।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে, বিশ্বে সামরিক খাতে ব্যয়ে জাপান পঞ্চম অবস্থানে রয়েছে। অন্যদিকে চীন দ্বিতীয় ও যুক্তরাষ্ট্র প্রথম অবস্থানে রয়েছে।
(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ২১, ২০১৩)