ভারতের বন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রীর পদত্যাগ
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের বন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী জয়ন্তী নটরাজ পদত্যাগ করেছেন।
আগামী বছর মার্চে অনুষ্ঠিতব্য ভারতের সাধারণ নির্বাচনকে সামনে রেখে জয়ন্তীকে দলীয় কাজে ফিরতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জয়ন্তী ছাড়াও বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে পারেন বলে সূত্র জানিয়েছে।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জয়ন্তীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী ড. এম ভিরাপ্পা মইলিকে বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। সূত্র : এনডিটিভি
(দ্য রিপোর্ট/কেএন/শাহ/এইচএসএম/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)