লক্ষ্মীপুরে মোটরসাইকেল-অটোরিকশা ভাঙচুর
লক্ষ্মীপুর সংবাদদাতা : জেলার বিসিক শিল্পনগরী এলাকায় ছাত্রদলের মিছিলে এ ভাঙচুরের ঘটনা ঘটে। অবরোধের প্রথমদিন শনিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরে ৬-৭টি মোটরসাইকেল ও একটি অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধ সমর্থকরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা-রায়পুর মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল ও পিকেটিং করে। এ সময় তারা ৬-৭টি মোটরসাইকেল ও একটি অটোরিকশা ভাঙচুর করে।
(দ্য রিপোর্ট/এমজেইউ/এমএইচও/এএস/রাসেল/ডিসেম্বর ২১, ২০১৩)