দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পৃথক দুটি স্থান থেকে ৪৯টি পেট্রোল বোমা ও হাতবোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ রাহায়ন বলেন, শনিবার দুপুর সোয়া ৩টায় আগারগাঁও এলাকার বিএনপি বস্তিতে পরিত্যক্ত অবস্থায় ১৪টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে।

এর আগে সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব। অবরোধে এ পেট্রোল বোমাগুলো ব্যবহারের জন্য রাখা হয়েছিল বলে জানান র‌্যাবের এ অফিসার।

র‌্যাব-২-এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে জেনেভা ক্যাম্পের একটি টয়লেট থেকে ৩৫টি হাতবোমা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/কেজেএন/এমএইচও/এমডি/নূরুল//ডিসেম্বর ২১, ২০১৩)