দ্য রিপোর্ট প্রতিবেদক : কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ২০১৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আবেদন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। আবেদন ফরমের মূল্য ১শ’ টাকা।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। ২২ জানুয়ারি থেকে ক্লাশ আরম্ভ হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রার্থীকে ভর্তির সময় জুনিয়র স্কুল সার্টিফিকেট/ জুনিয়র দাখিল সার্টিফিকেট/অষ্টম শ্রেণি পাশের প্রমাণ হিসেবে স্কুল/মাদ্রাসা হতে প্রদত্ত মূল নম্বরপত্র/অগ্রগতিপত্র এবং মূল প্রশংসাপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণের জন্য জমা দিতে হবে। নম্বরপত্র/অগ্রগতিপত্র ও প্রশংসাপত্রের মূলকপি শিক্ষাক্রমের সর্বশেষ পরীক্ষা পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জমা থাকবে। এ সময়ের মধ্যে কোন প্রার্থী তা ফেরত চাইলে তার ভর্তি বাতিল করে ফেরত দেওয়া হবে।

ভর্তির বিস্তারিত তথ্য কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এই লিংকে(http://www.bteb.gov.bd/notice/SSC_VocAdmission_Tottho_Biboroni_2014.pdf) পাওয়া যাবে।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/নূরুল/ডিসেম্বর ২১, ২০১৩)