‘বাংলাদেশিদের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত’
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সাংবাদিক খালিদ চৌধুরী শুক্রবার বলেছেন, (প্রাক-মুক্তিযুদ্ধ পর্বে) বাঙালিরা যে বৈষম্যের শিকার হয়েছে সেজন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত। এ সময় ধর্মের ভিত্তিতে খুব কম দেশের প্রতিষ্ঠা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
পাকিস্তানের লাহোরে শুক্রবার দক্ষিণ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ‘ঢাকার পতন, কে দায়ী?’ শিরোনামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খালিদ বলেন, ‘উর্দুর চেয়ে বাংলা ভাষা প্রাচীন। কিন্তু ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানে এক ভাষণে কায়েদে আযম উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন।’
দক্ষিণ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনের মহাসচিব ইতিয়াজ আলম বলেন, ‘হামিদুর রহমান কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে।’ বাঙালিদের সঙ্গে বৈষম্য করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পূর্ব পাকিস্তান থেকে একজনও চিফ সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়নি।’
ইমতিয়াজ বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, পাকিস্তান ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। পশ্চিম পাকিস্তানের মানুষের হাতে বাঙালির দুর্ভোগের জন্য আমাদের উচিত তাদের কাছে ক্ষমা চাওয়া।’ এ সময় তিনি বলেন, ‘(মুক্তিযুদ্ধকালে) জামায়াতে ইসলামী ইয়াহিয়া খানের সহযোগী হিসেবে কাজ করেছিল।’
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেওয়া বাংলাদেশের সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘কাদের মোল্লা পাকিস্তানের অনুগত ছিল- ইমরান খানের এমন বক্তব্যে বাংলাদেশের মানুষ খুশি নয়।’ তিনি বলেন, ‘এই মন্তব্যের জন্য বাংলাদেশিদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে।’
এদিকে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) কেন্দ্রীয় মহাসচিব এহসান ওয়াইন বলেন, ‘বাঙালিরা খুব সহনশীল জাতি। অন্যথায় পূর্ব পাকিস্তান অনেক আগেই সফলতা লাভ করত।’
তিনি বলেন, ‘পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী ও আমলারা স্বৈরতন্ত্র চেয়েছিল। কিন্তু বাঙালিরা গণতন্ত্রের পক্ষে ছিল।’
(দ্য রিপোর্ট/আদসি/এসকে/নূরুল/ডিসেম্বর ২১, ২০১৩)