সাতক্ষীরার সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
সাতক্ষীরা সংবাদদাতা : সম্প্রতি সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার বিভিন্ন স্থান পরিদর্শন করেছে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ সংগঠনের নেতৃবৃন্দ।
বিশিষ্ট সাংবাদিক আবেদ খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার দুপুরে কলারোয়া ও সদর উপজেলার সহিংসতায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
নেতৃবৃন্দ কলারোয়া উপজেলার যুগীখালি গ্রামে জামায়াত-শিবিরের সহিংসতায় নিহত আওয়ামী লীগকর্মী আজিজুর রহমান আজুর বাড়িতে যান। এ সময় তারা নিহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও আজুর কবর জিয়ারত করেন।
এর আগে একই এলাকায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন নেতৃবৃন্দ। পরে সদর উপজেলার কুচপুকুর গ্রামে আওয়ামী লীগ নেতা নজরুল ইসামের বাড়িতে যান। তিনি এ সময় নিহত সিরাজুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘রুখে দাড়াও বাংলাদেশ’ এর কেন্দ্রীয় প্রতিনিধি তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাবেরী গায়েন, নাট্য শিল্পী রোকেয়া প্রাচী, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সানজীদা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়াউর রহমান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউদ্দীন তারিক আলি প্রমুখ।
পরিদর্শন শেষে ‘রুখে দাড়াও বাংলাদেশ’ এর নেতৃবৃন্দ রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক সমাবেশে বক্তব্য রাখেন।
(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এসবি/নূরুল/ডিসেম্বর ২১, ২০১৩)