দিরিপোর্ট২৪ ডেস্ক : ইরানের দক্ষিণ-পূর্বে ইরান-পাকিস্তান সীমান্তে ১৭ সীমান্তরক্ষী নিহতের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ১৬ বিদ্রোহীকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। শুক্রবার রাতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৭ সীমান্তরক্ষী নিহত হয়। এ ঘটনার পরপরই শনিবার সকালে সিস্তান-বেলুচিস্তানে বিদ্রোহীদের এ শাস্তি দেওয়া হলো। ইরানের সংবাদসংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি ও আলজাজিরা।

বিদ্রোহীদেরকে সারাভানের উত্তর-পূর্বে জাহেদান জেলে ফাঁসিতে ঝুলানো হয়। এ অঞ্চলেই শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।

সিস্তান-বেলুচিস্তান রাজ্যের এটর্নি জেনারেল মোহাম্মদ মারজিয়াহ ফারস নিউজ এজেন্সিকে বলেন, ‘সাজাপ্রাপ্ত বিদ্রোহীরা দেশটির প্রতি শত্রুভাবাপন্ন দলের সঙ্গে যুক্ত। তারা সারাভানে সীমান্তরক্ষীদের হত্যার সঙ্গেও জড়িত।’

তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, ফাঁসিতে ঝুলানো বিদ্রোহীরা শুক্রবার রাতে পাকিস্তান সংলগ্ন পর্বতঘেরা সারাভানে সীমান্তরক্ষীদের ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত ছিলেন না।

সারাভানের সংসদ সদস্য হেদায়েতুল্লাহ মিরমোরাদজেহি জানান, এখনো কোনো দল এ হামলার দায় স্বীকার করে নি।

শুক্রবার রাতের সংঘর্ষে বেশ কয়েকজন সীমান্তরক্ষী আহত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র সুন্নি দল জুনদাল্লাহ দেশটিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটায়। গত তিন দশকে এখানে বিভিন্ন সংঘর্ষে প্রায় চার হাজার পুলিশ ও সৈন্য নিহত হয়।

পাকিস্তান সীমান্ত সংলগ্ন এ অঞ্চলটি আফগানিস্তান ও ইউরোপের মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়।

প্রসঙ্গত, সিস্তান-বেলুচিস্তানের সুন্নি মুসলমানরা বরাবরই শিয়া অধ্যুষিত ইরান সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জানিয়ে আসছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৬, ২০১৩)