‘জেনেভায় যাবে না সিরিয়ান আহরার আল-শাম’

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার অন্যতম প্রধান বিদ্রোহী দল আহরার আল-শাম আগামী জানুয়ারিতে জেনেভায় অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় অংশ নেবে না। গোপন স্থানে থেকে কাতারভিত্তিক টেলিভিশন ও বার্তাসংস্থা আলজাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দলটির প্রধান হাসান আবুদ এ কথা জানান।
বিশ্বশক্তিগুলোর মধ্যস্ততায় আগামী ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকার ও বিদ্রোহী দলগুলোর মধ্যে শান্তি আলোচনার কথা রয়েছে। এ আলোচনায় উভয় পক্ষই যুদ্ধ শেষ করতে একটি রাজনৈতিক সমাধানে আসবে বলে বিশ্বশক্তিগুলো আশা করছে।
যদি তার দল একটি চুক্তিতে সম্মত হয়- এমন প্রশ্নের জবাবে আবুদ রাজনৈতিক বিরোধী বলয়কে উদ্দেশ্য করে বলেন, ‘এটা থেকে কী ফল আসবে, শুধু সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন করা।’
তিনি বলেন, ‘আমাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা বিপ্লব চালিয়ে যাব।’
যে দলটি জেনেভায় সরকারি পক্ষের সঙ্গে আলোচনায় বসছে তাদের মাঠ পর্যায়ে কোনো শক্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।
দুই বছর আগে প্রতিষ্ঠিত আহরার আল-শাম একটি সালাফি মতাদর্শী সুন্নি দল। সিরিয়ায় ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করছে।
আহরার আল-শামের প্রায় ২০ হাজার যোদ্ধার একটি সশস্ত্র দল রয়েছে। দলটি আরবের গাল্ফ রাষ্ট্রগুলো থেকে অর্থ সাহায্য পেয়ে থাকে বলে বিরোধী দলগুলো বলে আসছে।
(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ২১, ২০১৩)