দ্য রিপোর্ট ডেস্ক : ফক্স এনিমেশন স্টুডিও ও ব্লু স্কাই স্টুডিও আবারও নিয়ে আসছে তাদের জনপ্রিয় সিরিজ আইস এজের নতুন পর্ব। এটি হবে ৫ নম্বর পর্ব।

ব্লকবাস্টার এ সিরিজের প্রথম চারটি পর্ব আয় করেছিল ২.৮ বিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে ২০১৬ সালে পর্বটি মুক্তি পাবে। খবর হলিউড রিপোর্টারের।

২০১২ সালে মুক্তি পেয়েছিল সিরিজের চতুর্থ ছবি আইস এজ: কন্টিনেন্টাল ড্রিফট। এটি বিশ্বব্যাপী আয় করেছিল ৮৭৪ মিলিয়ন ডলার। ফক্স এখনো নতুন পর্বটি সম্পর্কে কিছু বলেনি। ভক্তরা আশা করছেন, ম্যামথ মানি চরিত্রে তারা আবার রে রোমানোর কণ্ঠস্বর শুনতে পাবেন।

এদিকে ২০১৬ সালের জুলাই মাসে মুক্তি পাওয়ার কথা ছিল ফক্স এনিমেশন ও ব্লু স্কাইয়ের আরেকটি ছবি ‘আনুবিস’ এর। কিন্তু ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে ২০১৮ সালের ২৩ মার্চ করা হয়েছে।

এছাড়া ২০১৬ সালে মুক্তি পাবে পিক্সার ও ডিজনির বহুল প্রতীক্ষিত ‘ফাইন্ডিং ডরি’। এটি আরেক ব্লকবাস্টার এনিমেশন ছবি ‘ফাইন্ডিং নিমো’-এর সিকুয়েল। এর সঙ্গে একই দিন মুক্তি পাবে ড্রিম ওয়ার্কসের আরেকটি আলোচিত এনিমেশন ছবি ‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন থ্রি’। ধারণা করা হচ্ছে দুটি ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এনডিএস/ডিসেম্বর ২১, ২০১৩)