দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল। খবর বিবিসির।

ডেমোক্রেট পার্টির প্রধান অভিজিৎ ভেজ্জাজিভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘থাই রাজনীতি এখন ব্যর্থ হওয়ার অবস্থানে আছে।’

এর আগে অব্যাহত বিক্ষোভের মুখে চলতি মাসের শুরুতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

এদিকে থাইল্যান্ডের রাজনৈতিক বিভাজন দেশটিতে গৃহযুদ্ধের উসকানি দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন থাই সেনাপ্রধান। চলমান অবস্থায় সেনাপ্রধান জেনারেল প্রায়ুথ চ্যান-ওচা উভয় পক্ষের সাধারণ নাগরিকদের সমন্বয়ে ‘পিপলস অ্যাসেম্বলি’ তৈরির পরামর্শ দেন। বিভক্তি রোধে এ দলে নেতাদের না রাখার পরামর্শও দেন তিনি।

দেশটিতে প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে হাজারো জনতা। তাদের দাবি, ইংলাক তার ভাই থাকসিন সিনাওয়াত্রার ইঙ্গিতে দেশ পরিচালনা করছেন।

এর আগে ২০১০ সালে বিক্ষোভের মুখে থাকসিন সরকারের পতন হয়। এরপর ২০১১ সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ২১, ২০১৩)