টাঙ্গাইল সংবাদদাতা : বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন যুবরাজখ্যাত নন্দিত অভিনেতা খালেদ খান।

শনিবার বাদ মাগরিব তার জন্মস্থান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের মশদই গ্রামের মধ্যপাড়া জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাবা নজরুল ইসলাম খানের কবরের পাশেই তাকে দাফন করা হয়।

তার আগে বিকেল সোয়া ৫টায় খালেদ খানের কফিনবাহী অ্যাম্বুলেন্সটি গ্রামে এসে পৌঁছালে হাজার হাজার শোকার্ত মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় জমান। এসময় খালেদ খানের লাশ গ্রহণ করেন মশদই গ্রামের বয়োজ্যেষ্ঠ নাগরিক আব্দুল হক খান, সাবেক মেম্বার কোহিনূর ইসলামসহ তার নিকটাত্মীয়রা। দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। জানাজায় ইমামতি করেন মশদই জামে মসজিদের ইমাম মাওলানা মাহফুজুর রহমান।

অভিনেতা খালেদ খান গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করার পর পার্শ্ববর্তী সাটুরিয়া হাই স্কুলে ভর্তি হন এবং এখান থেকেই ১৯৭৩ সালে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন।

খালেদ খানের মৃত্যুতে স্থানীয় এমপি আলহাজ মো. একাব্বর হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

(দ্য রিপোর্ট/এআরটি/এপি/ডিসেম্বর ২১, ২০১৩)