দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ও গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসু ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন। এ সময় তার বহনকারী রিকশা চালকও আহত হয়েছেন।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাপ্পাদিত্য বসুর সঙ্গে থাকা ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক আল আমিন মাহাদী জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা রিকশা করে রাজধানীর এ্যলিফ্যান্ট রোড থেকে শাহবাগে গণজাগরণ মঞ্চে আসছিলেন। এ সময় তারা আজিজ সুপার মার্কেটের সামনে পৌঁছালে কে বা কারা তাদের রিকশা লক্ষ করে ককটেল ছুড়ে মারে।

তিনি জানান, ককটেলের স্প্রিন্টারের আঘাতে ছাত্র মৈত্রী সভাপতি বাপ্পাদিত্য বসু আহত হন। তার বাম পায়ের হাটুর নিচে স্প্রিন্টার আঘাত হানে। এ সময় রিকশা চালক আসাদ মিয়া বাম হাত ও বাম পায়ে স্প্রিন্টারবিদ্ধ হন।

রাত ৮টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তাদের দেখতে হাসপাতালে যান।

এদিকে রাজধানীর চাঁনখারপুল মোড়ে ককটেল বিস্ফোরণে ঠেলাগাড়ি চালক আবদুল গণি আহত হয়েছেন। তিনি জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে খালি গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার সামনে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে তিনি ডান গালে ও পেটে স্প্রিন্টারবিদ্ধ হন। তিনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এসআর/ডব্লিউএস/এসবি/ডিসেম্বর ২১, ২০১৩)