দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ বিডিআর ১নং গেট সংলগ্ন সালেহ স্কুলের সামনে থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম মোহাম্মদ জমির আলী (২৫)। তিনি রাজধানীর হাজারীবাগ গণকটুলি সিটি কলোনিতে থাকেন বলে জানান তার বড় ভাই সমর আলী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে বিপ্লব ও শাহেদ নামের দুই পথচারী রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের মাথায় ও ডান কানে আহতের চিহ্ন আছে। তবে চিকিৎসক জানান, ওই যুবকের কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

সমর আলীর অভিযোগ শুক্রবার বিকেলে স্থানীয় ফয়সাল, মিঠু ও দিমুর সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয় তার ভাইয়ের। এর জেরে তারা তার ভাইকে হত্যা করতে পারে বলে ধারণা করছেন তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/ডব্লিউএস/এসবি/ডিসেম্বর ২১, ২০১৩)