দ্য রিপোর্ট ডেস্ক : ১৯৬২ সালে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের কাছ থেকে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। ইসরাইল সরকারের আর্কাইভে সংরক্ষিত একটি গোপন চিঠির উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান।

চিঠির উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ম্যান্ডেলার সঠিক পরিচয় না জেনেই ১৯৬২ সালে ইথিউপিয়ায় তাকে সশস্ত্র প্রশিক্ষণ দেয় মোসাদের এজেন্টরা। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী এ নেতার মৃত্যুর দু’সপ্তাহ পরেই ইসরাইলি পত্রিকা হারেজ এ খবর প্রকাশ করল বলে গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

মোসাদের প্রশিক্ষণে ম্যান্ডেলাকে অস্ত্র চালনা ও যুদ্ধের নানা কৌশল শেখানো হয়। এছাড়া তাকে ইহুদিবাদের প্রতি সমর্থন আদায়ে কাজ করতে উৎসাহিত করা হয়।

ম্যান্ডেলা ১৯৬২ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারের বিরুদ্ধে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের চালানো আন্দোলনে সমর্থন আদায়ের লক্ষ্যে আফ্রিকার বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এ সময় ইথিউপিয়ায় থাকাকালীন ছদ্মনাম ব্যবহার করে ইসরাইলি দূতাবাসের কাছে সহযোগিতা চান তিনি। ওই বছরের অক্টোবরে তার পত্র অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে ইসরাইলি কর্মকর্তাদের কাছে পৌঁছানো হয়।

ফাঁস করা চিঠিটির বিষয় শিরোনাম ছিল ‘ব্ল্যাক পিম্পার্নেল’ (পিম্পার্নেল এক ধরনের ফুল গাছ)। ম্যান্ডেলাকে পরিচয় করিয়ে দিতে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম এ শব্দটা ব্যবহার করত।

চিঠিটিতে বলা হয়েছে, ‘আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, তিনমাস আগে আমরা একজন প্রশিক্ষণার্থীকে নিয়ে আলোচনা করেছিলাম যে ইথিউপিয়ার দূতাবাসে (ইসরাইলি) পৌঁছেছিল। রোডেশিয়া থেকে আসা ওই প্রশিক্ষণার্থীর নাম ছিল ডেভিড মোবসারি। ইথিউপিয়ানদের (মোসাদ এজেন্টদের নামের কোড) কাছ থেকে তার জুডো, যুদ্ধ কৌশল ও অস্ত্রের প্রশিক্ষণ গ্রহণের নিশ্চয়তা পত্র পেয়েছি।’

হারেজের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওই লোকটি ‘হাগানাহ’র পদ্ধতির প্রতি আগ্রহ দেখিয়েছে। হাগানাহ একটি ইহুদিবাদী সংসদীয় সংগঠন যারা ব্রিটিশ শাসক ও ফিলিস্তিনের আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে ১৯৩০-৪০ সালে যুদ্ধ করেছিল। এটা ইসরাইলের আরেকটি গোপন সশস্ত্র কার্যক্রম।

চিঠির উদ্ধৃতিতে বলা হয়েছে, ‘সে আমাদের লোকদের ‘শ্যালমে’র মাধ্যমে সংবর্ধ্বনা জানিয়েছে। সে ইহুদিবাদ ও ইসরাইলের সমস্যা সম্পর্কে অবহিত ছিল এবং একজন বুদ্ধিজীবীর মতো আচরণ করত। কর্মীরা তাকে ইহুদি বানানোর চেষ্টা করেছিল। তার সঙ্গে আলোচনায় সে সমাজবাদী পৃথিবীর মত প্রকাশ করে। ওই সময় তার কথায় সমাজতন্ত্রের প্রতি ঝোঁকের ছাপ পাওয়া যেত।’

চিঠিতে আরো বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকায় ‘ব্ল্যাক পিম্পার্নেলে’র গ্রেফতারের ছবি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। ওই ছবিটি রোডেশিয়া থেকে আসা প্রশিক্ষণার্থী ব্যক্তিটির সঙ্গে মিলে যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে, এই দু’জন আসলে একই ব্যক্তি।’

হারেজের প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তীতে চিঠিটির একটি হাতে লেখা টীকায় নিশ্চিত করা হয়েছে যে, ওই ‘ব্ল্যাক পিম্পার্নেল’ই নেলসন ম্যান্ডেলা। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিটি রাষ্ট্রীয় আর্কাইভে সংরক্ষিত ছিল, যা কয়েক বছর আগে আবিষ্কৃত হয়েছে। ইসরাইল ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক নিয়ে গবেষণা করা এক ছাত্র চিঠিটি আবিষ্কার করে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও ১৯৬২ সালে ইথিউপিয়ায় ম্যান্ডেলা ও এক ইসরাইলি কর্মকর্তার মধ্যে বৈঠকের কথা নিশ্চিত করা হয়েছে। তবে মোসাদের সংশ্লিষ্টতা বা প্রশিক্ষণ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। ৯ ডিসেম্বর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ২১, ২০১৩)