দক্ষিণ সুদানে যুক্তরাষ্ট্রের বিমানে গুলিতে আহত ৪ সেনা

দ্য রিপোর্ট ডেস্ক : আফ্রিকা মহাদেশের সংঘাতপূর্ণ দেশ দক্ষিণ সুদানে মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে ছোঁড়া গুলিতে চার সেনা আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার দক্ষিণ সুদানে মার্কিন নাগরিকদের উদ্ধার অভিযানে গেলে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকদের উদ্ধারের উদ্দেশ্যে যাওয়ার পথে দুটি মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অস্ত্রধারীরা। তখন বিমান দুটি গতিপথ পাল্টে ফেলতে বাধ্য হয়।
উগান্ডার এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ সুদানের জংলেই প্রদেশে ওই হামলায় একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির গত সপ্তাহে তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেইক ম্যাকারের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ তোলেন। এরপর ম্যাকারের জাতিগত দল নুয়ের সঙ্গে প্রেসিডেন্ট কিরের জাতিগত দল দিনকার মধ্যে সহিংসতা শুরু হয়।
এদিকে জাতিসংঘ শুক্রবার জানিয়েছে, দিনকার ওপর নুয়ের জাতিদলের হাজার হাজার অস্ত্রধারী হামলায় ১১ জন নিহত হয়েছে। এ সময় দুজন ভারতীয় শান্তিরক্ষীও নিহত হয়।
গত কয়েকদিনের সহিংসতায় দেশটিতে পাঁচশ’র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।
(দ্য রিপোর্ট/আদসি/এসকে/ডিসেম্বর ২১, ২০১৩)