সীতাকুণ্ডে মহাজোট প্রার্থীর নির্বাচনী সভায় হামলা
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর প্রাথমিক বিদ্যালয়ে মহাজোট প্রার্থী দিদারুল আলমের নির্বাচনী সভায় বিএনপি-জামায়াত হামলা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ সময় উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় দুইজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন ও তরুণদলের সাংগঠনিক সম্পাদক মো. শিপন। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. দিদারু আলম ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ সুমন আহত হয়েছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-৪ আসনের মহাজোট প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দিদারুল আলমের সমর্থনে লালানগর প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের কর্মী সভা চলছিল। এ সময় বিএনপি-জামায়াত-শিবিরকর্মীরা সভাস্থল ঘেরাও করে এলোপাথাড়ি গুলি ও ককটেল ছুড়তে থাকে।
পরে এলাকার সাধারণ লোক হামলাকারীদের ধাওয়া দিলে বিএনপি-জামায়াতকর্মীরা স্থান ত্যাগ করে চলে যায়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এসবি/ডিসেম্বর ২১, ২০১৩)