দশম শ্রেণির ছাত্রীকে ৫০ বছরের শিক্ষকের প্রেমপত্র
কলকাতা প্রতিনিধি : ভারতের পুনেতে ৫০ বছরের শিক্ষক দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমপত্র দিয়ে স্কুল থেকে বরখাস্ত হয়েছেন।
এক পাতা নয় ৮ পাতার ওই প্রেমপত্রের সঙ্গে ছাত্রীকে ৫ হাজার টাকাও পাঠিয়েছেন ওই শিক্ষক। চিঠিতে লেখা ছিল,ওই টাকা দিয়ে যেন সে নিজের জন্য কোনও উপহার কিনে নেয়।
পুলিশের তরফে জানানো হয়, চিঠিতে শিক্ষক ভানু দাস একটি কবিতাও লিখেছিলেন। চিঠিতে লেখা ছিল- ‘রাস্তা থেকে ৫ হাজার টাকা কুড়িয়ে পেয়েছে’ বলে যেন মেয়েটি নিজের অভিভাবকদের জানায়।
চিঠি পড়ার পর মেয়েটি প্রিন্সিপালের কাছে নালিশ জানায় এবং চিঠিটিও দেখায় তাকে। এর পরই প্রিন্সিপাল মেয়েটির অভিভাবকদের ডেকে সমস্ত ঘটনা সম্পর্কে জানান। তারপর ঐ শিক্ষককে স্কুল থেকে বরখাস্ত করা হয়। ৫ ডিসেম্বর মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করলে ঐ শিক্ষককে গ্রেফতার করে পুনের গ্রামীণ পুলিশ।
সাব-ইনস্পেক্টর শিবাজী দারেকর জানান,চলতি মাসের প্রথম সপ্তাহে ওই ছাত্রীকে চিঠি পাঠান ভানু দাস শিঙ্গড়ে নামের ওই শিক্ষক। ভানু দাস শিঙ্গড়ে হোমওয়ার্কচেক করার জন্য দশম শ্রেণির সমস্ত পড়ুয়াদের নোটবুক নেন। চেক করার পর তিনি সকলের নোটবুক ফিরিয়ে দেন। কিন্তু ওই ছাত্রী দেখতে পায় যে,তার নোটবুকে কভার লাগানো আছে। সে কভার খুললে,তার ভিতর থেকে চিঠি এবং নগদ টাকা পায়। শিক্ষক চিঠিতে লিখেছিলেন যে, তিনি তাঁকে খুব ভালোবাসেন। আর সে যখন স্কুলে আসে না,তখন তিনি বাকিদের পড়াতে চান না।
(দ্য রিপোর্ট/এসএম/এপি/ডিসেম্বর ২১, ২০১৩)