চট্টগ্রাম সংবাদদাতা : বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে মেঘনা গ্রুপের চিনি বোঝাই এমভি খাজা ইউনুস আলী-১ লাইটারেজ জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৮ ক্রু নিরাপদে আছেন।

শনিবার মেঘনা গ্রুপের ম্যানেজার (অপারেশন) মো. কামাল উদ্দিন জানান, সন্ধ্যায় বন্দরের বর্হি:নোঙ্গর থেকে চিনি বোঝাই মেঘনা গ্রুপের লাইটারেজ জাহাজ খাঁজা ইউনুস আলী-১ তাদের কারখানা দাউদকান্দির উদ্দেশে রওনা দেয়। সন্দ্বীপ চ্যানেলের কাছে চর নূরুল ইসলাম এলাকায় এলে বাতাসে জাহাজটির আংশিক ডুবে যায়। এতে আমদানি করা ১৮০০ মেট্রিক টন চিনি ছিল, যা পানিতে নষ্ট হয়ে যায়।

তবে জাহাজের ১৮ জন ক্রু নিরাপদে উপকূলে আসতে পেরেছেন। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এমসি/ডিসেম্বর ২২, ২০১৩)