দ্য রিপোর্ট ডেস্ক : সৌদি আরবকে প্রধান শত্রু হিসেবে বিবেচনা করছে সিরিয়া। দেশটির অভিযোগ, প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিভিন্ন জেহাদি ও বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সিরিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে সৌদি আরব। খবর গাল্ফ নিউজের।

এর আগে ২০১১ সালের মার্চে সিরিয়ার সংঘর্ষের শুরুতেই সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় দেশগুলো সিরিয়ার সরকার বিরোধীদের পক্ষ নিয়েছিল এবং আসাদের পতনের ডাক দিয়েছিল।

সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মুকদাদ গত সপ্তাহে অভিযোগ করে বলেন, ‘সৌদি আরব সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অবাধ সমর্থন দিয়ে আসছে, যেখানে অন্যদেশগুলো তাদের অবস্থান পরিবর্তন করেছে।’

বৃহস্পতিবার এক স্বাক্ষাৎকারে মুকদাদ বলেছেন, ‘আমি মনে করি যারা এতোদিন সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছিলেন তারা এখন তাদের ভুল বুঝতে পারছেন।

তবে একমাত্র সৌদি আরবই সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়দাকে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরেকটি নাইন-ইলেভেনের মতো ঘটনা এড়ানোর জন্য সন্ত্রাসীদের সমর্থন দান বন্ধ করতে সৌদি আরবের উপর বিশ্ব সম্প্রদায়কে চাপ সৃষ্টির আহবান জানান।

এই মাসের শুরুতে যুদ্ধক্ষেত্রে প্রভাবশালী হয়ে ওঠা ইসলামী দলগুলোকে সমর্থনকারী সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘকে আহবান জানিয়েছিল আসাদ সরকার।

বান কি-মুনের কাছে পাঠানো এক বার্তায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘সন্ত্রাসীদের সহায়তা দানে সৌদি আরবের নজিরহীন পদক্ষেপ বন্ধ করার প্রযোজনীয় ব্যবস্থা নিতে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানাচ্ছি।’

সৌদি আরবের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়রে কাছে সিরিয়ার প্রথমবারের মতো পাঠানো এ বার্তায় আরো বলা হয়, ‘সৌদি আরব বিদ্রোহীদের শুধু আর্থিক সহায়তা ও অস্ত্র দিয়েই সন্তুষ্ট নয় বরং সিরিয়ার জনগণকে হত্যা করতে চরমপন্থী সন্ত্রাসীদেরকে পাঠাচ্ছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/লতিফ/ডিসেম্বর ২২, ২০১৩)