ঘনকুয়াশায় মাওয়ায় ফেরি চলাচল বন্ধ
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ঘনকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মাঝ নদীতে যানবাহন নিয়ে আটকে আছে ৬টি ফেরি।
ঘন কুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ফেরি কর্তৃপক্ষ। এদিকে মাগুরখণ্ড ও হাজরা পয়েন্টে ৬টি ফেরি আটকে আছে।
মাওয়া প্রান্তের বিআইডব্লিউটিসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বাণিজ্য) চন্দ্র শেখর দ্য রিপোর্টকে জানান, কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের হাজরা ও মাগুরখণ্ড চ্যানেলে ছোট-বড় ৬টি ফেরি আটকে আছে। এর মধ্যে রোরো ফেরি রুহুল আমিন, কেটাইপ ফেরি কলমীলতা, মিডিয়াম ঢাকা, ছোট কর্ণফুলীসহ ফ্রাট ফেরি টাপলু ও থোবাল।
তিনি আরও জানান, এসব ফেরিতে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। তবে কিছু যাত্রীবাহী বাস ছাড়াও প্রাইভেট গাড়ি রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএস/এএস/লতিফ/ডিসেম্বর ২২, ২০১৩)