বাংলাদেশে নারী-পুরুষের ব্যবধান বেড়েছে
![](https://bangla.thereport24.com/article_images/gender.jpg)
রাজনীতিতে অংশগ্রহণ, অর্থনৈতিক সমতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো অধিকারের ওপর ভিত্তি করে নারী-পুরুষের ব্যবধান কমানোর তালিকায় ১৩৫টি দেশের শীর্ষে আছে আইসল্যান্ড, ফিনল্যান্ড ও নরওয়ে। আর সব শেষে আছে ইয়েমেন।
এই তালিকায় ২০১২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৮৬ নাম্বারে, যা ২০১১ সালে ছিল ৬৯ নাম্বারে।
নারী-পুরুষ সমতার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা দেশ আইসল্যান্ড টানা পঞ্চমবারের মতো তালিকার একই স্থানে রয়েছে।
উন্নয়নশীল দেশগুলোর মধ্যে নারী-পুরুষ সমতার দিক দিয়ে এগিয়ে রয়েছে এশিয়ার ফিলিপাইন ও মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। দুটো দেশই শীর্ষ ১০ এর মধ্যে আছে।
তবে কেবলমাত্র মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে ২০১২ সালে নারী-পুরুষের বৈষম্যমূলক অবস্থার কোনো পরিবর্তন আসেনি।
তালিকায় ফিলিপাইন এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। ফিলিপাইনের অবস্থান ৫। অর্থনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দেশটি নারী-পুরুষ ব্যবধান কমিয়ে এনেছে। এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অবস্থা অত্যন্ত নাজুক।তালিকায় দেশটির অবস্থান ৬৯।
দশম স্থান অধিকার করে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে আছে নিকারাগুয়া।
এছাড়া জার্মানি ১৪ নাম্বারে এবং যুক্তরাজ্য আছে ১৮ নাম্বারে, কানাডার অবস্থান ২০ এবং যুক্তরাষ্ট্র ২৩।
(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ২৬, ২০১৩)