মাওয়ায় ফেরি চলাচল শুরু
মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে দুই দফায় ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। মাঝ পদ্মায় নোঙরে থাকে ১১টি ফেরি। কুয়াশা সরে গেলে রবিবার সকাল ১০টার দিকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার (বাণিজ্য) শেখর চন্দ্র রায় দ্য রিপোর্টকে জানান, ঘনকুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত প্রথম দফায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
তাছাড়া রবিবার সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত দ্বিতীয়বারের মতো বন্ধ থাকে। কুয়াশা কেটে গেলে সকাল ১০টার পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
(দ্য রিপোর্ট/এমএস/শাহ/এএস/ডিসেম্বর ২২, ২০১৩)