তিন ঘন্টায় ৫০৮ কোটি টাকা লেনদেন
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে রবিবার চলতি সপ্তাহের শুরু হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনের কোনও ভাগে বাজার নিম্নমুখী হয়নি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন ঘন্টার মাথায় অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ার পাশাপাশি ৫০৮ কোটি টাকা লেনদেন হয়েছে।
দুপুর দেড়টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২৯২ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ৫০৮ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার টাকা।
বৃস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৪৪ পয়েন্টে অবস্থান করে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক রবিবার দুপুর দেড়টায় ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪২৮ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৫৬ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২২, ২০১৩)