‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে’
সাতক্ষীরা সংবাদদাতা : ’৭১ সালের পরাজিত শক্তি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। সাতক্ষীরায় যে সহিংসতা শুরু করেছে তা রুখতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
রুখে দাঁড়াও বাংলাদেশের আয়োজনে রবিবার সকাল ১১টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শহীদ মিনারের পাদদেশে সমাবেশে নেতারা এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা আবু নাছিম ময়না। বক্তব্য রাখেন সাংবাদিক আবেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়াউর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউদ্দীন তারিক আলী, তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সানজীদা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাবেরী গায়েন, নাট্যশিল্পী রোকেয়া প্রাচী প্রমুখ।
বক্তারা বলেন, ’৭১ সালের পরাজিত শক্তি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। সাতক্ষীরায় যে সহিংসতা শুরু করেছে তা রুখতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা আরও বলেন, বিরোধী দল জামায়াত-শিবিরকে পুনর্বাসন করছে। এখন আর আমাদের চুপ থাকলে চলবে না।
যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে এই সহিংসতা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
সমাবেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করা ও রায় দ্রুত কার্যকর করা, দেশকে তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা রুখে দাঁড়ানো, নারীর অধিকার সমুন্নত ও মুক্তচিন্তার পথ খোলা রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
(দ্য রিপোর্ট/এমআর/এএস/রতিফ/ডিসেম্বর ২২, ২০১৩)