ধারাবাহিক মায়া
দ্য রিপোর্ট প্রতিবেদক : টুকু মজনিউলের রচনা ও মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় জিটিভিতে সপ্তাহে দুই দিন প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘মায়া’। প্রতি শনি ও রবিবার রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত এ নাটকটির কাহিনীতে দেখা যাবে-হঠাৎ করেই চেয়ারম্যান আমজাদ সাহেবের শিক্ষক ছেলে রবিউল পাশের গ্রামের মধ্যবিত্ত পরিবারের সুন্দরী মেয়ে মায়াকে কোটি টাকা দেনমোহরে বিয়ে করে। যা গ্রামের মানুষ কোনোদিন কল্পনাও করেনি, সেই ঘটনায় আশপাশের দশ গ্রামে আলোচনার ঝড় উঠে। বিষয়টা নিয়ে বিভিন্ন পর্যায়ে লোকজন নানারকম চাল চালতে শুরু করে। মায়াসহ মায়ার বাবাকে কিছু মানুষ বুদ্ধি দিতে থাকে ছেলেকে ডিভোর্স দেয়ার জন্য। ডিভোর্স দিলেই মায়া কোটি টাকার মালিক হবে। বিশেষ করে রবিউলের বাবা আমজাদ চেয়ারম্যানের সঙ্গে যাদের পূর্বশত্রুতা আছে তারা মায়া ও মায়ার বাবাকে প্রতিনিয়তই প্ররোচণা দিতে থাকে। এক পর্যায়ে মায়ার বাবা মানুষের কথায় টাকার লোভে পড়ে যায়। মায়াও লোভ সামলাতে না পেরে পালিয়ে যায় বাবার বাড়ি। বিষয়টা আরও জটিল হয়। কয়েকদিন পর মায়া বুঝতে পারে সে ভুল করেছে। এদিকে মায়ার বাবা মায়াকে একরকম গৃহবন্দি করে রাখে। মায়া বাইরের কারও সঙ্গে কোনো যোগাযোগ করতে পারে না। নিজের মতামতও জানাতে পারে না।
ধীরে ধীরে গ্রামের দু’গ্রুপের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে, এক পর্যায়ে তা মারামারি পর্যন্ত গড়ায়। এমনই এক সময়ে মায়া রুখে দাঁড়ায়।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, অলিউল হক রুমী, শামীমা তুষ্টি, তাহমিনা সুলতানা মৌ, নাফিজা জাহান, সাঈদ বাবু, তিনু করিম, সান্সী ফারুক, নাসরীন মিশু, শিশির আহমেদ, অয়ন চৌধুরী, সিরাজুল ইসলাম, জিনিয়া, সান্তনা প্রমূখ।
(দ্য রিপোর্ট/এমএ/লতিফ/ডিসেম্বর ২২, ২০১৩)