ঢাবিতে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
ঢাবি প্রতিনিধি : শিবির সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান আবাসিক হলের ৫১৭নং রুমের ওই শিক্ষার্থীর নাম ফখরুল ইসলাম। তিনি ফিনেন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী দ্য রিপোর্টকে বলেন, রবিবার রাতে শিবির সন্দেহে জিয়া হল থেকে একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী হলের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত সাড়ে ১২টার দিকে ফখরুলকে জিয়া হলের গেস্ট রুমে ডেকে নিয়ে হল শাখা ছাত্রলীগ সভাপতি আবু সালমান শাওন ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী তাকে মারধর করেন।
হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, ফখরুলের মোবাইল ফোনে আওয়ামী লীগকে কটূক্তি করে এবং বিভিন্ন জেহাদি ও শিবির সমর্থনপুষ্ট এসএমএস পাওয়া গেছে।
তিনি বলেন, হলে শিবির নিষিদ্ধ। তবুও তিনি হলে থেকে শিবিরের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তাই তাকে পুলিশে দেওয়া হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, রাতে ওই শিক্ষার্থীকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/রাসেল/ডিসেম্বর ২২, ২০১৩)