বান্দরবান সংবাদদাতা : খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিনকে ঘিরে বান্দরবানে খ্রিস্টান ধর্মালবম্বী আদিবাসী পল্লীগুলোতে চলছে নানা উৎসবের আয়োজন।

খ্রিস্টান ধর্মাবলম্বী আদিবাসী বম সম্প্রদায়, ত্রিপুরা সম্প্রদায়, লুসাই সম্প্রদায়, ম্রো সম্প্রদায়, খুমি সম্প্রদায় ও খেয়াং সম্প্রদায়সহ অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বর্তমানে বড়দিনের নানা আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে। বাড়ি ও বাড়ির আঙিনা নতুন সাজে সাজানো, নতুন কাপড়সহ নানা কেনাকাটায় ব্যস্ত রয়েছে। বিশেষ করে গির্জাগুলোকে আকর্ষণীয়ভাবে সাজানো হচ্ছে।

খ্রিস্টান ধর্মাবলম্বী আদিবাসী বম সম্প্রদায়ের নেতা জুলিয়ান আমলাই বম জানান, রুমা উপজেলায় বিভিন্ন পাহাড়ি বম, ত্রিপুরা, ম্রো, খেয়াং, খুমী পল্লীগুলোতে বড়দিন পালনের ব্যাপক আয়োজন করা হচ্ছে। রুমা সদরে দলিয়ানপাড়ায় সবচেয়ে বড় উৎসেবর আয়োজন করা হয়েছে। উৎসবের মধ্যে রয়েছে- কেক কাটা, পিঠা, খাবার তৈরি, গির্জাগুলোতে যিশুখ্রিস্টের গুণকীর্তন ও বিশেষ প্রার্থনা, নিজস্ব আদি সংস্কৃতির নানা নৃত্য ও গান।

খ্রিস্টন ধর্মাবলম্বী আদিবাসী নেতা জিকুম শাহু বম জানান, বান্দরবান খ্রিস্টানধর্মের প্রচার শুরু হয় ১৯১৮ সাল থেকে। ১৯২৮ সালের দিকে বম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা খ্রিস্টানর্ধম গ্রহণ করেন। এরপর ত্রিপুরা, ম্রো, খেয়াং, খুমী, লুসাইসহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা খ্রিস্টানর্ধম গ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/জেআর/এফএস/রাসেল/ডিসেম্বর ২২, ২০১৩)