২ কোম্পানির এজিএমের তারিখ পবিবর্তন
দ্য রিপোর্ট প্রতিবেদক : অনিবার্য কারণবশত পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বস্ত্র খাতের ঢাকা ডাইংয়ের ৩৫তম এজিএমের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর, শুক্রবার। এদিন ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) ভবনে সকাল ১০টায় এজিএম অনুষ্ঠিত হবে।
এর আগে আগামী ২৪ ডিসেম্বর, মঙ্গলবার এ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এছাড়া মুন্নু সিরামিকের ৩২তম এজিএমের নতুন তারিখ আগামী ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ৯টায় মুন্নু সিটি, গিলান্দ মানিকগঞ্জে এজিএম অনুষ্ঠিত হবে।
(দ্য রিপোর্ট/এইচকে/রাসেল/ডিসেম্বর ২২, ২০১৩)