ডাবিংয়ের জন্য শাকিবের অপেক্ষা খোকনের
দ্য রিপোর্ট প্রতিবেদক : শাকিব খান অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’চলচ্চিত্রের শুটিং শেষে এখন ডাবিংয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে পরিচালক বদিউল আলম খোকনকে। অন্যান্য শিল্পীর ডাবিং শেষ হলেও পরিচালক খোকন বসে আছেন শাকিবের পথ চেয়ে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ অক্টোবর থেকে শুরু হয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’চলচ্চিত্রের শুটিং। রাজধানী ঢাকাসহ গাজীপুর, পূবাইল ও সাভারে চিত্রায়ণের কাজ শেষ হয় ৭ ডিসেম্বর।
চলচ্চিত্রটির বর্তমান অবস্থা নিয়ে পরিচালক খোকন বলেন, ‘টানা ৪০ দিন শুটিং করেছি। সম্পাদনার কাজও শেষ পর্যায়ে। হিরোর জন্য ওয়েট করছি। তার ডাবিং বাকি আছে। শাকিব ঢাকার বাইরে আছেন। এসে ভয়েস দিলেই ডাবিং পর্ব শেষ হবে।’
মোশারফ হোসেন তুলা প্রযোজিত রোমান্টিক অ্যাকশন ঘরানার ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মুক্তি প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ‘ফাইনাল এডিটের কাজ শেষ করে কালার গ্রেডিংয়ের জন্য কলকাতায় যাব। এক মাসের মধ্যে চলচ্চিত্রটির সম্পূর্ণ কাজ শেষ করতে পারবো বলে আশা করি। তবে মুক্তির ব্যাপারে কিছু বলতে পারছি না। দেশের পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, শাকিব খান প্রযোজিত ‘রাজা হ্যান্ডসাম’ চলচ্চিত্রের শুটিং শুরু করবো ফেব্রুয়ারি মাসে।
(দ্য রিপোর্ট/আইএফ/এপি/ডিসেম্বর ২১, ২০১৩)