সাদেক বাচ্চুর অবস্থা উন্নতির দিকে
দ্য রিপোর্ট প্রতিবেদক : খ্যাতিমান অভিনেতা সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রবিবার বিকাল ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহনাজ জাহান। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন সাদেক বাচ্চু।
বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হন সাদেক বাচ্চু। তারপর হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমান পরিস্থিতি নিয়ে শাহনাজ জাহান দ্য রিপোর্টকে বলেন, ‘এখন ভেন্টিলেশনে আছেন। তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হচ্ছে। ডাক্তাররা বলেছেন, দুইদিন আগের তুলনায় এখনকার অবস্থা পরিবর্তিত হয়েছে। উন্নতির দিকে যাচ্ছে। সবার দোয়া কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগরের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। এরমধ্যে পরিচালক এফ আই মানিকসহ বেশ কয়েকজন তাকে দেখতে এসেছেন।’
এ প্রসঙ্গে মিশা সওদাগর দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা তার রোগমুক্তির জন্য বিএফডিসিতে নোটিস টাঙিয়ে দিয়েছি। রাতে (রবিবার) শিল্পী সমিতির পক্ষ থেকে কয়েকজন সাদেক বাচ্চুকে দেখতে যাব। তার পরিবারের সঙ্গে আলাপ করবো। ইউনাইটেড হাসপাতালের খরচ অনেক বেশি। এ নিয়েও আলাপ করবো। তার জন্য কি করা যায়, দেখি।’
এদিকে বিএফডিসি রবিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, শিল্পী সমিতির সামনে ছোট একটি নোটিস টানানো ছাড়া আর কোনো উদ্যোগ নেই। পরিচালক সমিতিতে খোঁজ নিয়ে জানা গেল, তারা কোনো উদ্যোগ নিচ্ছেন না। অন্যান্য সমিতিগুলোরও একই অবস্থা।
মিশা সওদাগর বলেন, ‘সকল সমিতি তথা চলচ্চিত্র অঙ্গনের সবার উচিত সাদেক বাচ্চুর পাশে দাঁড়ানো।’
(দ্য রিপোর্ট/আইএফ/জেএম/ডিসেম্বর ২২, ২০১৩)