কাদের মোল্লার ফাঁসি
পাকিস্তানের শোক প্রস্তাব পাশে এফবিসিসিআই’র নিন্দা
দ্য রিপোর্ট প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের বিষয়ে পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাব পাশের নিন্দা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রবিবার দুপুরে কাজী আকরাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির বোর্ড সভায় এ নিন্দা প্রকাশ করা হয়।
এফবিসিসিআই’র নিন্দা প্রস্তাব এ অঞ্চলের সর্বোচ্চ আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন সার্ক চেম্বার এবং পাকিস্তানের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিতে পাঠানো হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভবিষ্যৎ সুষ্ঠু বাণিজ্যিক সর্ম্পক বজায় রাখার স্বার্থে পাকিস্তানের আইন সভার প্রস্তাব অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
এছাড়া দেশের বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেন ব্যবসায়ীরা। দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় অর্থনীতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে গত কয়েক মাস যাবৎ হরতাল, অবরোধ কর্মসূচীর পাশপাশি দেশব্যাপী অনাকাঙ্খিত সহিংসতা সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হওয়ার বিষয়টিও আলোচনায় স্থান পায়।
হরতাল, অবরোধের কারণে কাঁচামাল সরবরাহ বন্ধ থাকায় কল কারখানায় উৎপাদন কার্যক্রম সম্পূর্নরূপে বন্ধ হয়ে যাওয়ায় চিন্তিত উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির স্বার্থে তারা দ্রুত এ অবস্থার অবসান চান।
(দ্য রিপোর্ট/এআই/এইচকে/ডিসেম্বর ২২, ২০১৩)