পারলেন না জামাল
দ্য রিপোর্ট প্রতিবেদক : ১২তম টাটা ওপেনের দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে শীর্ষস্থান ধরে রেখেছিলেন বাংলাদেশের গলফার জামাল হোসেন| রবিবার চতুর্থ ও শেষ রাউন্ডে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। তাই জায়গা হয়নি সেরা দশের মধ্যে। পারের চেয়ে ৭ শট বেশি খেলে ১৭তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন জামাল।
প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) আয়োজিত টুর্নামেন্টের শেষ রাউন্ডে ২ বার্ডি আদায় করে নিলেও ৭টি বোগি এবং ডাবল বোগি করেছেন একটিতে। সব মিলিয়ে জামাল ৪ শট এগিয়ে থাকলেও শিরোপা উঠেছে এম ধর্মের হাতে। শেষ রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলেছেন স্বাগতিক এই গলফার। সব মিলিয়ে ১৩ শট কম খেলে জিতে নিয়েছেন ৫০ লাখ রূপির প্রাইজমানির এই শিরোপা।
বাংলাদেশের আরেক গলফার শাখাওয়াত হোসেন ৪ রাউন্ডে মোট ৫ শট বেশি খেলে ৪৭তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২২, ২০১৩)