ঢাবি প্রতিবেদক : ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদের ‍মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মিছিলটি ঢাবির বাংলা একাডেমি থেকে শুরু হয়ে দোয়েল চত্বর এলাকায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য এ্যলিফ্যান্ট রোড এলাকায় শনিবার বেলা আড়াইটার দিকে মিছিলে প্রস্তুতিকালে বজলুল করিম চৌধুরী আবেদকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এসবি/ডিসেম্বর ২২, ২০১৩)