মিশরে ৩ আন্দোলনকর্মীর কারাদণ্ড
দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের একটি আদালত দেশটির সুপরিচিত তিন আন্দোলনকর্মীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। আহমেদ মাহের, আহমেদ দৌমা এবং মোহামেদ আলেদকে বিনা অনুমতিতে একটি বিক্ষোভ মিছিল করার অভিযোগে এ শাস্তি দেন আদালত। খবর বিবিসির।
সম্প্রতি মিশরে সভা-সমাবেশ বিরোধী আইন পাসের প্রতিবাদে নভেম্বরে বিক্ষোভকালে তাদের আটক করা হয়।
কায়রো আদালত ওই তিন আন্দোলনকর্মীর বিরুদ্ধে বিনা অনুমতিতে বিক্ষোভ এবং পুলিশের ওপর হামলার অভিযোগের সত্যতা পেয়েছে।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তিন আন্দোলনকর্মীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তাদের প্রত্যেককে ৭ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
আদালত রায় পড়া শুরু করলে মিশরের সেনাশাসনের বিরুদ্ধে ওই বিভিন্ন কর্মীরা স্লোগান দিতে থাকে। এ সময় স্লোগানরতরা সেনা শাসন নিপাত যাক! আমরা রাষ্ট্রের ভিতরে নয় বরং সেনাক্যাম্পে আছি বলে স্লোগান দেয়।
দেশটিতে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, সরকারের করা এ আইনটি হোসনি মোবারকের শাসনামলের বিভিন্ন পদক্ষেপের চেয়েও বেশি কঠোর।
মিশরের সমাবেশ বিরোধী আইনে এ তিন আন্দোলনকর্মীই প্রথম সাজাপ্রাপ্ত হলেন।
২০১১ সালে দেশটির দীর্ঘকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের আন্দোলনে ওই তিন আন্দোলনকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
(দ্য রিপোর্ট/আদসি/এনডিএস/ডিসেম্বর ২৩, ২০১৩)