সীতাকুণ্ডে গাড়িতে আগুন-ভাঙচুর
চট্টগ্রাম সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফকিরহাটে ৫টি পণ্যবাহী গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া ছোট কুমিরা এলাকায় ১২টি গাড়ি ভাঙচুর করেছে তারা। রবিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির আহমেদ জানান, রাত ১০টা থেকে মহাসড়কে যানচলাচল শুরু হলে হয়। সাড়ে ১১টার দিকে ফকিরহাট (ইকোপার্ক গেইট) এলাকায় অবরোধকারীরা দু’টি ট্রাক ও দু’টি কাভার্ডভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। একই সময় ছোট কুমিরা এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা অন্তত ১২টি গাড়ির কাঁচ ভাঙে অবরোধকারীরা।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ফকিরহাট এলাকায় দুর্বৃত্তরা দুটি গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছি। সীতাকুণ্ড স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/ডিসেম্বর২৩,২০১৩)