দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন।

দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

সংস্থাটি জানায়, রবিবার আলেপ্পোর মাসাকেন হানানোর পার্শ্ববর্তী এলাকায় একটি বাজার, একটি দোতালা ভবন ও প্রধান সড়ক লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ নিয়ে ৮ দিন আলেপ্পোতে সরকারি বাহিনীর বিমান হামলা চালানো হল।

অন্যদিকে, হোমস প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলায় সাত শিশুসহ ২০ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার হিসাব অনুযায়ী গত তিন বছরে সিরিয়ায় আনুমানিক ৬,৬২৭ জন শিশু নিহত হয়েছে। এছাড়া এ গৃহযুদ্ধে ১ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। (সূত্র: আল জাজিরা)

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ২৩, ২০১৩)