রাজশাহীতে মিছিল-সমাবেশ
রাজশাহী সংবাদদাতা : অবরোধের সমর্থনে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ১৮ দল। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মিছিলটি নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে বের হয়। পরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর ১৮ দলীয় জোটের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল প্রমুখ।
ভোর থেকে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে রাজশাহী রেলস্টেশন থেকে সব রুটের লোকাল ও আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে। নগরীতে সীমিত আকারে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) তানভীর হায়দার চৌধুরী দ্য রিপোর্টকে বলেন, অবরোধ চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনগুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচ/শাহ/এএস/ডিসেম্বর ২৩, ২০১৩)