‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ববি জিনদাল’
দ্য রিপোর্ট ডেস্ক : রিপাবলিকান দলের শীর্ষ পর্যায়ের নেতা ও লুইজিয়ানার গভর্নর ববি জিনদাল ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। লুইজিয়ানার সিনেটর ডেভিড ভিটার খবরটি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বেসরকারি টেলিভিশন চ্যানেল সি-সিপিএএনের নিউজমেকারস প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘আমি মনে করি জিনদাল প্রেসিডেন্ট নির্বাচনে লড়বে। জিনদাল এরই মধ্যেই কাজ শুরু করেছেন। তিনি একজন গুরুত্বপূর্ণ প্রার্থী।’
সাক্ষাৎকারে ভিটার আরো বলেন, ‘আমি ববিকে পছন্দ করি। আমি তার নেতৃত্বকে শ্রদ্ধাও করি। আমি তার সব রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে একমত।’
২০১৫ সালে লুইজিয়ানার গর্ভনর হিসেবে দ্বিতীয়বারের মেয়াদ শেষ হবে জিনদালের। তৃতীয় মেয়াদে তিনি গর্ভনর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ভিটার লুইজিয়ানার গর্ভনর পদে লড়বেন বলে ধারণা করা হচ্ছে। (সূত্র: পিটিআই)
(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ২৩, ২০১৩)