রূপালী লাইফের রাইট শেয়ারের অর্থ সংগ্রহের সময়সীমা ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাইট শেয়ারের অর্থ সংগ্রহের সময়সীমা ঘোষণা করেছে বীমা খাতের রূপালী লাইফ কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ৬ এপ্র্রিল-২০১৪ তারিখ থেকে ৭ মে-২০১৪ পর্যন্ত এ কোম্পানির রাইট শেয়ারের জন্য টাকা জমা নেওয়া হবে।
রাইট শেয়ারে কারা আবেদন করতে পারবেন তা নির্ধারণের জন্য আগামী ১৬ জানুয়ারি রেকর্ড ডেট ঘোষণা করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
এর আগে গত ১৮ ডিসেম্বর এ কোম্পানির রাইটের আবেদন অনুমোদন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি ১ কোটি ২০ লাখ ৮ হাজার ৩০৪টি সাধারণ শেয়ারের বিপরীতে ১:১ অনুপাতে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি) রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে মূলধন সংগ্রহ করবে।
(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ২৩, ২০১৩)