বগুড়ায় বিআরটিসির দুই বাসে আগুন
বগুড়া সংবাদদাতা : বগুড়ায় বিআরটিসি বাস ডিপোর সামনে সোমবার সকালে দুটি বাসে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এতে বাসের কিছু সিট পুড়ে যায়। তবে, কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বগুড়া শহরের স্টেশন রোডে বিআরটিসি বাস ডিপোর ভেতর থেকে দুটি বাস সামনের রাস্তায় বের করে যাত্রী তোলার প্রস্তুতি নিচ্ছিল। সে সময় তিন-চারজন অবরোধ সমর্থক দাঁড়ানো বাস দুটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় বাস দুটির অপর পাশে টিকিট কাউন্টারের মধ্যে কয়েকজন পুলিশ সদস্য ছিলেন।
বগুড়া সদর থানার ওসি এএইচএম ফয়জুর রহমান ঘটনা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ঘটনার পর বাস ডিপো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এএইচ/এএস/শাহ/এমডি/ডিসেম্বর ২৩, ২০১৩)