এক সন্তান নীতি থেকে সরে আসছে চীন
দ্য রিপোর্ট ডেস্ক : অবশেষে এক সন্তান নীতি থেকে সরে আসছে চীন। চলতি সপ্তাহে চীনের পার্লামেন্টে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ৫৫ বছরের পুরনো ‘লাওজিয়াও’ প্রথা বন্ধের ব্যাপারেও দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে চলতি সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার থেকে শুরু হওয়া সংসদীয় স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে এ বিষয় দুটি প্রাধান্য পাবে।
বিবাহিত দম্পতির মধ্যে একজন যদি তাদের বাবা-মায়ের একমাত্র সন্তান হয়, তাহলে সরকার ওই দম্পতিকে দ্বিতীয় সন্তান নেওয়ার অনুমতি দেবে।
এছাড়া, সরকার বিতর্কিত ‘লাওজিয়াও’ প্রথাও বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ‘লাওজিয়াও’ প্রথার অধীনে পুলিশের একটি প্যানেল ছোটখাটো অপরাধে দোষী ব্যক্তিদের চার বছর পর্যন্ত কারাদণ্ড দিয়ে থাকে। কারাভোগের সময় অপরাধীদের বিভিন্ন কলকারখানায় কায়িক শ্রম দিতে হয়। এ প্রথাটি শ্রমের মাধ্যমে পুনঃশিক্ষা নামে পরিচিত। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)
(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ২৩, ২০১৩)