দ্য রিপোর্ট প্রতিবেদক: ঊর্ধ্বমুখী প্রবণতায় সোমবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উভয় বাজারে সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে থাকলেও এরপর থেকে নিম্নমুখী প্রবণতা ফিরে আসে।

দুপুর দেড়টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট্ কমে অবস্থান করছে ৪২৭৩ পয়েন্ট। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ‍২৮৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩২১ কোটি ২৪ লাখ ৩৩ হাজার টাকা।

রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৮৮ পয়েন্টে অবস্থান করে।

দুপুর দেড়টায় অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪১৬ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৭ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২৩, ২০১৩)