ডেল্টা স্পিনার্সকে ১০ লাখ টাকা জরিমানা
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (বিএএস) অনুযায়ী আর্থিক প্রতিবেদন তৈরি না করায় বস্ত্র খাতের ডেল্টা স্পিনার্সকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটি সম্পদ পুনর্মূল্যায়ন সম্পর্কিত তথ্য প্রকাশ না করে বিএএসের ১৬ ধারা লঙ্ঘন করেছে। এছাড়া বিএএসের ১ ধারা অনুযায়ী কোম্পানির আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি থাকায় এ কোম্পানিকে জরিমানা করা হয়েছে।
১৯৪৭ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১২(২) এবং ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের সেকশন ১৮ অনুযায়ী (অসত্য এবং ত্রুটিপূর্ণ আর্থিক প্রতিবেদন) এ কোম্পানিকে জরিমানা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ২৩, ২০১৩)