মঙ্গলবার এপোলো ইস্পাতের লেনদেন শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষে আগামীকাল মঙ্গলবার থেকে দেশের উভয় পুঁজিবাজারে এপোলো ইস্পাতের লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ‘এন’ ক্যাটাগরির অধীনে এ কোম্পানির লেনদেন শুরু হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির ট্রেডিং কোড ‘APOLOISPAT’ এবং ডিএসই কোম্পানি কোড ১৩২৩৩। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এর কোম্পানি কোড হবে ১৬০২৬।
এর আগে গত ১৭ ডিসেম্বর সিএসই এ কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদন দেয়। এছাড়া গত ১২ ডিসেম্বর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ কোম্পানির তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।
৩০ জুন ২০১২ সালে শেষ হওয়া অর্থ বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৩৬ টাকা, সম্পদ পুর্নমূল্যায়নসহ শেয়ারপ্রতি সম্পদ ২২.৫৯ টাকা এবং সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ ১৪.৯৮ টাকা।
অ্যাপোলো ইস্পাতের আইপিওতে মোট ২.২৭ গুণ আবেদন জমা পড়ে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ২.৯ গুণ, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ১.৫ গুণ এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৩ গুণ আবেদন জমা পড়ে। তবে ক্ষতিগ্রস্ত কোটায় আবেদকারীরা সবাই শেয়ার বরাদ্দ পেয়েছেন।
ফেস ভ্যালু ১০ টাকার সঙ্গে ১২ টাকা প্রিমিয়ামসহ এ শেয়ারের নির্দেশক মূল্য ছিল ২২ টাকা এবং মার্কেট লট ২০০টি শেয়ারে।
(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ২৩, ২০১৩)