চট্টগ্রাম সংবাদদাতা : হেফাজতে ইসলামের আমির মাওলানা আহমেদ শফীকে ঢাকায় আসতে বাধা প্রদান করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে হেফাজতের আমির চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকায় যাওয়ার জন্য বের হলে পুলিশ তাকে মাদ্রাসাগেটে আটকে দেয়। এ সময় হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের তর্ক হয়। পরে মাদ্রাসার ভেতরে হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে।

এদিকে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুপুর ১২টায় হাটহাজারীতে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে হেফাজত মহাসচিব বাবুনগরী বলেন, পুলিশ আমাদের ঢাকা যেতে বাধা প্রদান করেছে। আগামীকাল ঢাকায় মহাসমাবেশ করতে না দিলে সারাদেশে হাজার হাজার মহাসমাবেশ করবে হেফাজত। প্রয়োজনে সচিবালয় ঘেরাও হবে।

বাবুনগরী জানান, ঢাকায় যেতে না পারায় আমির আল্লামা শফী কান্নায় ভেঙে পড়েন।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানান, ঢাকায় আহূত সমাবেশে অংশ নেওয়ার জন্য হেফাজতের আমির চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ মাদ্রাসাগেটে আমিরকে আটকে দেয়।

হাটহাজারী সার্কেলের এএসপি নিজাম উদ্দিন জানান, আমরা কাউকে বাধা প্রদান করিনি। নিরাপত্তা রক্ষায় পুলিশ এখানে অবস্থান নিয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/শাহ/এমডি/লতিফ/ডিসেম্বর ২৩, ২০১৩)