দ্য রিপোর্ট ডেস্ক : অস্বাভাবিক আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে সাতজনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে তুষার ঝড়, রেকর্ড পরিমাণ উষ্ণ তাপমাত্রা ও টর্নেডোর আঘাতের ঘটনা ঘটেছে।

ঝড়ের কবলে কেন্টাকির নিউ হোপের রোলিং ফর্ক নদীতে গাড়ি পড়ে গিয়ে তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে কেন্টাকির ক্যারোলটনে স্কুটার উল্টে একজন নিহত হয়েছেন।

মিসিসিপির জেসপার ও কোয়াহোমা এলাকায় ঝড়ে দুইজন নিহত হয়েছেন।

অনেক অঙ্গরাজ্যে বরফ ও তুষারপাত হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে কানসাস শহরসহ বেশ কয়েকটি এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের মতো কানাডাতেও প্রচণ্ড ঠাণ্ডা তাপমাত্রা আঘাত হেনেছে। খারাপ আবহাওয়ার কারণে দেশটিতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সূত্র: দ্য গার্ডিয়ান

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ২৩, ২০১৩)