দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ার পাংক ব্যান্ড পুসি রায়ট এর সদস্য মারিয়া আলিওখিনা সাধারণ ক্ষমায় সোমবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে তার আইনজীবী পিওতর জাইকিন জানিয়েছেন।

পুসি রায়ট এর আরেক সদস্য নাজেদজা তলোকনিকোভাও সাধারণ ক্ষমার অধীনে সোমবার মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

ধর্মীয় বিদ্বেষ দ্বারা উদ্বুদ্ধ গুণ্ডামির অভিযোগে পুসি রায়ট এর তিন সদস্য মারিয়া আলিওখিনা, নাদেজদা তলোকনিকোভা ও ইয়েকতারিনা সামুটসেভিচকে গত বছর দুই বছরের কারাদণ্ড দেয় আদালত৷

অভিযুক্তরা ২০১২ এর ফেব্রুয়ারি মাসে মস্কোর একটি গির্জায় প্রবেশ করে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গান গেয়েছিলেন৷ তাদের সেই গান পুসি রায়ট এর এক সদস্য ভিডিও করেন এবং পরবর্তীতে সেটি সম্পাদনা করে প্রকাশ করা হয়৷ সূত্র: বিবিসি

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/লতিফ/ ডিসেম্বর ২৩, ২০১৩)